বারুইপুর: পেট্রোপণ্যর মূল্য বৃদ্ধি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘কেন্দ্র সরকার কিছুটা হলেও পেট্রোপণ্যের উপর ভর্তুকির হার কমিয়েছে। কিন্তু রাজ্য সরকারের সেই বিষয়ে কোনও হেলদোল নেই। রাজ্যে এটা কোন সরকার চলছে না সার্কাস চলছে?’’
রবিবার সাড়ম্বরে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘নভেম্বর বিপ্লব’ দিবস। ৯৫ তম নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সিপিআইএমের জেলার দলীয় কার্যালয়ে। সিপিএমের জেলা অফিসে এদিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাহুল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুজন চক্রবর্তী। অনুষ্ঠানের শহিদ বেদীতে মাল্যদানও করেন তিনি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেন৷
কেন্দ্রীয় সরকারেরও তুলোধনা করে বলেন, পেট্রোপণ্যের উপর যে অতিরিক্ত ট্যাক্স চাপিয়েছে। সেই ট্যাক্স অবিলম্বে কমাক কেন্দ্র সরকার। সাধারণত পেট্রোপণ্যের দাম ৪০ থেকে ৪২ টাকা হওয়ার কথা। কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ট্যাক্সের আওতায় পড়ে গিয়ে সেই পেট্রোপণ্যের দাম দাড়িয়েছে ১০০ টাকার উপর। কেন্দ্র সরকার পেট্রোপণ্যের উপর ৫ টাকা কামালে কোনও কিছু লাভ হবে না। প্রতিদিন একটু একটু করে অনেক টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার। আমরা চাই সম্পূর্ণ টাকাটাই কমাক কেন্দ্র সরকার৷ পাশাপাশি রাজ্য সরকারও যেন পেট্রোপণ্য থেকে যে বাড়তি সুযোগ-সুবিধা পায়, সেই ট্যাক্স সম্পূর্ণভাবে প্রত্যাহার করুক। তাহলে সাধারণ মানুষকে এত সমস্যা ভোগ করতে হবে না৷