সচিব অপদার্থ, মন্ত্রীরা সুপুত্র? বাংলার স্বার্থে সরে দাঁড়ান! মমতাকে কটাক্ষ সুজনের

সচিব অপদার্থ, মন্ত্রীরা সুপুত্র? বাংলার স্বার্থে সরে দাঁড়ান! মমতাকে কটাক্ষ সুজনের

406e1300fe328c9d8197a75a0120ae70

কলকাতা: বাংলার মানুষের স্বার্থে আপাতত সরে দাঁড়ান৷ করোনা পরিস্থিতি মোকাবিলা না করতে পারলে দলের বরিষ্ঠ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ান৷ প্রয়োজনে পরে আবার ফিরে আসুন৷ করোনা আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন চরম আক্রমণ বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর৷

আজ ফেসবুকে একটি ভিডিও বার্তায় রাজ্য শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী৷ মন্ত্রীদের ‘অপদার্থতা’ ঢাকতে কেন সচিবদের ‘বলির পাঠা’ করা হচ্ছে? তা নিয়েও তুলেছেন প্রশ্ন৷ সচিবদের বদলি করা হলে কেন মন্ত্রীদের ছাড় দেওয়া হচ্ছে? গুরুতর প্রশ্ন তুলে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন বাম পরিষদীয় দল নেতা৷

ভিডিও বার্তায় সুজন চক্রবর্তী বলেন, ‘‘খাদ্য সচিব সরিয়ে দিলাম৷ তাহলে খাদ্যের দুর্নীতি স্পষ্ট৷ কিন্তু খাদ্যমন্ত্রীর সুপুত্র৷ পুর সচিব সরিয়ে দিলাম৷ পুরমন্ত্রী সুপুত্র। স্বাস্থ্যে কিছুদিন আগে নতুন সচিব আনা হল৷ আবার আজ বাতিল৷ সরকার ঘুরপথে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে, স্বাস্থ্য ক্ষেত্রে সরকার চূড়ান্ত ব্যর্থ৷ আর তার দায় কি কোনও এক ব্যক্তি, কোনও একজন আধিকারিকের ওপর বর্তাবে? সচিবের ঘাড়ে ফেলে দেওয়া হল৷ যদি সচিব অপদার্থ হয়, যদি সচিব অযোগ্য হয়, তাহলে মন্ত্রীরা কী করছেন? অযোগ্য সচিবদের বাতিল করলে মন্ত্রীদের কেন বাতিল করা হচ্ছে না? মন্ত্রীরা রেহাই পেয়ে যাচ্ছেন৷ মানেটা কী? গোটা রাজ্যের বারোটা বাজিয়ে গদেওয়া হচ্ছে৷’’

মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে সুজনের মন্তব্য, ‘‘ মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এর থেকে আর খারাপ অবস্থা হতে পারে না৷ যদি একের পর এক সব বাতিল করতে হয়, মন্ত্রীদের যদি ঢেকে রাখার কদর্যতা আপনার থাকে, তাহলে অন্তত, আপাতত কিছুদিনের জন্য হলেও সরে দাঁড়ান৷ দলের বরিষ্ঠ কাউকে অন্যদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিন৷ এর থেকে খারাপ হতে পারে না৷ বরিষ্ঠ কাউকে কিছু দিনের জন্য দায়িত্ব দিন৷ আবার পরে ফিরে আসুন৷ আপত্তি নেই৷ কিন্তু এই কঠিন সময়ে তুঘলকী রাজত্ব না করে বাংলার মানুষের স্বার্থে আপাতত সরে দাঁড়ান৷ দলের কাউকে দায়িত্ব নিন৷ আপনার দলের লোকে দিন৷ যাঁকে আপনার পছন্দ৷ এর থেকে খারাপ আর কিছু হতে পারে না৷ এক একটা ঘটনা ঘটবে, এক একজনের ঘাড়ে কোপ দেব৷ ইত্যাদি ইত্যাদি৷ চলতে পারে না৷ খুব খারাপ হচ্ছে৷ পরিকল্পনা চূড়ান্ত ব্যর্থা৷’’

করোনা তথ্য বিতর্কের মাঝে রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য দপ্তর থেকে সরিয়ে তাঁকে পরিবেশ দপ্তর বদলি করা হয়েছে৷ রাজ্যের নতুন স্বাস্থ্যসচিব পদে যোগ দিচ্ছেন নারায়ণ স্বরূপ নিগাম৷ আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *