‘আদবানি-যোশীর দমবন্ধ হয়ে আছে, উনি বিজেপিতে দম পাবেন তো?’ দীনেশকে প্রশ্ন সুজনের

‘আদবানি-যোশীর দমবন্ধ হয়ে আছে, উনি বিজেপিতে দম পাবেন তো?’ দীনেশকে প্রশ্ন সুজনের

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বঙ্গ রাজনীতিতে নতুন শব্দবন্ধনী দমবন্ধ হয়ে আসা৷ তৃণমূলে থাকতে গিয়ে দমবন্ধ হয়ে আসছে তাই সাংসদ পদ থেকে ইস্তফা৷ ভোটের আবহে এমন ঘটনার সাক্ষী হয়েছে বাংলা৷ এখন সেই দমবন্ধ হয়ে আসার প্রসঙ্গ তুলে মুখ খুলছে তৃণমূল ও বিজেপি৷ তবে বাদ নেই বামেরাও৷ হাওড়ায় রবিবার এপ্রসঙ্গে মুখ খুললেন বাম বিধায়ক সুজন চক্রবর্তীও৷ দীনেশ ত্রিবেদী দিলেন বার্তা৷ বললেন, যেখানে লালকৃষ্ণ আদবানী,  মুরলী মনোহর যোশীর মতো নেতারা বিজেপিতে দমবন্ধ করে বসে আছেন, সেই বিজেপিতে গিয়ে উনি কি দম পাবেন জানিনা।

  
আজ হাওড়ার বেলেপোল থেকে চুনাভাটি পর্যন্ত বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে মিছিলের আয়োজন করা হয়। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন৷ বামেদের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সরকার ভয়ে কাঁপছে। কেউ কোনো ব্যাপারে আপত্তি করছে শুনলে চুল খাড়া হয়ে যাচ্ছে। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে।’ 

এদিন বাবুমাস্টারের ওপর হামলার প্রসঙ্গেও মুখ খোলেন তিনি৷ বলেন, ‘বাবুমাস্টার ক্রিমিনালদের নেতা বলে পরিচিত৷ যতক্ষণ সে তৃণমূলের ছিল ততদিন পুলিশ এবং অনুপ্রেরণার হাত মাথায় থাকায় একে ওকে মেরে বেড়িয়েছে৷ যেহেতু তিনি এখন বেসুরো হয়েছে তখন তাকে মারধর করার অধিকার কি কারও জন্মায়?’ দলবদলের এখন বড় অজুহাত এখন একটাই কথা, মানুষের জন্য কাজ করতে পারছেন না তারা৷ তাতে আবার নতুন সংযোজন দমবন্ধ হয়ে আসছে৷ এখন বিজেপিতে গিয়ে কতটা দম পাবেন দিনেশ ত্রিবেদী৷ সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে বাংলার রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *