‘ভুল’ তথ্য দিয়ে বিভ্রান্তি! সুজন চক্রবর্তীর নামে FIR

‘ভুল’ তথ্য দিয়ে বিভ্রান্তি! সুজন চক্রবর্তীর নামে FIR

হওড়া: সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এবার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷ জগদ্দল থানার সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ কারা, কী কারণে অভিযোগ দায়ের করেছে, জানা নেই৷ প্রতিক্রিয়া দিয়েছেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী৷

সম্প্রতি করোনায় মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট করেন বাম পরিষদের দলনেতা চক্রবর্তী৷ সেখানে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তিনি৷ প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন তিনি৷ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ছাড়েননি বাম নেতা৷ আর তাতেই ক্ষুব্দ হয়ে ওঠেন তৃণমূলের একাংশ৷ ফেসবুকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে৷ আইনি পথে লড়াই হবে বলে জানিয়েছেন সিপিএম জেলা সম্পাদক৷ অভিযোগ, সুজন চক্রবর্তী বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তকর তথ্য ছড়ানোর অভিযোগে হাওড়া জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ দায়েরের পর নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কিছু বার্তা দিয়েছেন সুজন৷

আজ সকালে ফেসবুক ভিডিও বার্তা প্রকাশ করে সুজন জানিয়েছেন, ‘‘আমরা অনেকদিন ধরেই বলছিলাম৷ আজ সেটা অনেকেই বলছেন৷ আক্রান্ত অথবা মৃত্যুর সংখ্যা লুকিয়ে সাধারন মানুষকে বিপদে ফেলছে রাজ্য সরকার৷ বিরোধীরা এখন এক বাক্যে রাজ্য সরকারকে সমর্থন করেছে, তখন কেন করোনা তথ্য নিয়ে তর্ক অথবা তত্ত্বের মধ্যে কেন গেলেন? এটা ঠিক হয়নি, ঠিক হচ্ছে না৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মৃত্যুর সার্টিফিকেটে লেখা রয়েছে করোনা৷ কিন্তু করো নাই মৃত্যুর মধ্যে তাদের নাম নেই৷ মানুষের তথ্য জানার অধিকার এরা ছিনিয়ে নিচ্ছে৷’’ গত ২১ এপ্রিল বিকেল চারটে নাগাদ করোনায় মৃত্যু নিয়ে সুজনবাবু একটি পোস্ট শেয়ার করেন৷ সেই পোস্ট ঘিরে আপত্তি তুলেছে শাসক শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 4 =