‘মুখ্যমন্ত্রী যে খেলা খেলেন, তাতে সিদ্ধহস্ত বিজেপি’, খোঁচা সুজনের

‘মুখ্যমন্ত্রী যে খেলা খেলেন, তাতে সিদ্ধহস্ত বিজেপি’, খোঁচা সুজনের

 

কলকাতা: এমন দলবদলের হিড়িক দেখা গিয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও৷ তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত একা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ৷ সেইমত একের পর এক নেতা-মন্ত্রী তৃণমূলের ঘর ভেঙে বাসা বাঁধছেন গেরুয়া শিবিরে৷ এই বিষয়টিকে শাসকদল পাত্তা দিতে রাজী না হলেও তৃণমূলের অস্বস্তি বাড়ছে বৈ কমছে না৷ যদি ওই ঘটনায় তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী৷ বললেন, অন্যদল থেকে বেড়া ভেঙে তৃণমূলে এনেছিলেন, তারাই এখন ভাঙা বেড়া দিয়ে বিজেপিতে পালাচ্ছে৷ মুখ্যমন্ত্রী শান্তি পাচ্ছেন তো?

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যে খেলা খেলেন সেই খেলায় বেশি সিদ্ধহস্ত বিজেপি৷ শাসকদলের অনেক নেতানেত্রীই দলবদল করেছেন। হাতে তুলে নিয়েছেন গেরুয়া শিবিরের পতাকা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনের অনুষ্ঠানে সেই সমস্ত দলত্যাগী নেতানেত্রীদের উদ্দেশে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে দলবদলের এই হিড়িক দেখে অনেকেই বলছেন সিপিএম থেকে যেমন ভাঙিয়ে লোক এনেছিল তৃণমূল এখন সেটাই হচ্ছে তাদের নিজের সঙ্গেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *