স্ত্রী ও শিশুকে খুন করে আত্মঘাতী যুবক

সিমলাপাল: স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী যুবক। এদিন সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সিমলাপালের কাড়াকানালি গ্রামে। জানা গিয়েছে, বরুণ ডাঙর (৩১)-এর সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমি ডাঙর (২৬)-এর অশান্তি লেগেই থাকত। পুলিশের অনুমান, গতকাল রাতে স্ত্রী ও পুত্র সূর্য ডাঙর (৪)-কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বরুণ। পরে আত্মহত্যা করে সে। দেহ তিনটি ময়নাতদন্তের

স্ত্রী ও শিশুকে খুন করে আত্মঘাতী যুবক

সিমলাপাল: স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী যুবক। এদিন সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সিমলাপালের কাড়াকানালি গ্রামে। জানা গিয়েছে, বরুণ ডাঙর (৩১)-এর সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমি ডাঙর (২৬)-এর অশান্তি লেগেই থাকত।

পুলিশের অনুমান, গতকাল রাতে স্ত্রী ও পুত্র সূর্য ডাঙর (৪)-কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বরুণ। পরে আত্মহত্যা করে সে। দেহ তিনটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =