সুদীপের জন্য রাখা পাগড়ি উঠল কুণালের মাথায়! আসবেন না বলেও উপস্থিত ‘ঘোষবাবু’

কলকাতা: সামনেই ২১ জুলাই৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর প্রস্তুতি৷ মঙ্গলবার প্রস্তুতিসভা ডেকেছিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। সেই সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ…

কলকাতা: সামনেই ২১ জুলাই৷ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর প্রস্তুতি৷ মঙ্গলবার প্রস্তুতিসভা ডেকেছিলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। সেই সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষও৷ তারই মধ্যে ঘটল এক কাণ্ড৷

এদিন পাগড়ি আর উত্তরীয় রাখা ছিল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু ঘটনাচক্রে সেই পাগড়ি উঠল তৃণমূল নেতা কুণাল ঘোষের মাথায়। গলায় পরানো হল উত্তরীয়। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল’- এ জোড়াসাঁকো বিধানসভার তৃণমূলের কর্মসূচিতে ঘটল এমনই কাণ্ড৷ সাক্ষী থাকলেন শাসকদলের কয়েকশো কর্মী-সমর্থক।