হঠাৎ করেই রাজ্যে বাড়ল পেট্রল, ডিজেলের দাম, কারণ কী? কতই বা হল জ্বালানির দর?

কলকাতা: কাজে বেরনোর আগে গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভাবছেন? কিন্তু, জানেন কি আচমকাই রাজ্যে বেড়ে গিয়েছে জ্বালানির দাম৷ রবিবার রাতেই জানা গিয়েছে, কলকাতায় আইওসি-র…

কলকাতা: কাজে বেরনোর আগে গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভাবছেন? কিন্তু, জানেন কি আচমকাই রাজ্যে বেড়ে গিয়েছে জ্বালানির দাম৷ রবিবার রাতেই জানা গিয়েছে, কলকাতায় আইওসি-র পাম্পে লিটার পিছু ১.০১ টাকা বেড়েছে পেট্রলের দাম৷ ফলে এক লিটার পেট্রোল কিনতে গেলে গুনতে হবে ১০৪.৯৫ টাকা। লিটার প্রতি ডিজেলের দামও ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা। তবে দেশের বেশির ভাগ জায়গাতেই দাম অপরিবর্তিতই রয়েছে। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের বক্তব্য, “রাজ্য নতুন ভাবে ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণেই বেড়েছে তেলের দাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *