ফের রণক্ষেত্র নন্দীগ্রাম! শুভেন্দু মিছিলে হামলায় জখম বহু, কাঠগড়ায় তৃণমূল!

ফের রণক্ষেত্র নন্দীগ্রাম! শুভেন্দু মিছিলে হামলায় জখম বহু, কাঠগড়ায় তৃণমূল!

 

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: ফের উত্তপ্ত নন্দীগ্রাম৷ শুভেন্দুর নেতৃত্বে ধর্মীয় মিছিল৷ সেই মিছিলে হামলা৷ কাঠগড়ায় তৃণমূল৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম৷ মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি ধর্মীয় মিছিল বের হয় নন্দীগ্রামে৷ সেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রয়েছে শুভেন্দুর নেতৃত্বে ধর্মীয় পদযাত্রা৷ সেই মিছিল কাতারে কাতারে মানুষ জড়ো হয়৷ তবে সেই মিছিলেই আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতি৷

ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শুভেন্দুর অনুগামীদের৷ ঘঠনাটি ঘটে ভুতা মোড়ের কাছে৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে৷ শুভেন্দুর অনুগামীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ মিছিলে আহত হয়েছে এক শিশুও৷ 

জানা গিয়েছে, এই হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন৷ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন তারা৷ প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম৷ দিকে দিকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে৷ বিধানসভা নির্বাচন হতে বাকী আর হাতে গোনা কয়েকমাস৷ এখনই নন্দীগ্রামের এই পরিস্থিতি রীতিমত ভাবাচ্ছে বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =