কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বেসরকারি বাসে ভাড়া বৃদ্ধির ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর অব্যাহত। সেই সমস্যা মেটাতে বেসরকারি বাসের মালিকদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে অভিবাদন জানিয়ে চিঠি পাঠাল এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য কমিটি। পাশাপাশি বাসের সংখ্যা ও সময়সূচি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবকেও যাতে কার্যকরী করা হয়, সেই দাবি জানিয়েছে তারা।
করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। যার প্রভাব পড়ছে সর্বত্রই। বাস মালিকরাও ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের ওই বৈঠকে এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য কমিটির তরফে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের সমস্যা রুখতে বাস মালিকদের ভর্তুকি দেওয়ার প্রস্তাব রেখেছিল সংগঠন। তবে সেই মুহূর্তে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য সেই প্রস্তাব মেনে আগামী তিন মাস বাস মালিকদের মাসিক ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের পর তিনি জানান, 'পেট্রলের থেকে ডিজেলের দাম বেশি হয়ে গেছে। এর ফলে যাঁরা বাস চালান, তাঁদের সমস্যা হচ্ছে। তবুও আমরা মানুষের কথা ভেবে বৃহত্তর স্বার্থে ভাড়া বাড়াতে পারছি না।' মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তে খুশি এসইউসিআই(সি)। দলের পক্ষ থেকে শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে তারা। সর্বদলীয় বৈঠকে তারা যে প্রস্তাব দিয়েছিল, তা রাজ্যের তরফে কার্যকরী করা হয়েছে, সেই কথা তুলে ধরে অফিস বা কর্মক্ষেত্রে একাধিক শিফট সংক্রান্ত যে প্রস্তাব তারা দিয়েছিল, সেই অনুসারে পর্যাপ্ত বাসের সংখ্যা ও সময়সূচী যাতে নির্ধারণ করা হয়, সেই অনুরোধও করেছে এসইউসিআই। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, লকডাউন ওঠার পর থেকে এখনও পর্যন্ত আড়াই হাজার বেসরকারি বাস ও মিনিবাস চলছে। সেই সংখ্যা বাড়িয়ে ৬ হাজার করার অনুরোধ করেছেন তিনি।