বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কেন লকডাউন বাংলায়? মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI-র

বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কেন লকডাউন বাংলায়? মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI-র

 

কলকাতা: রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ৷ বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার প্রতি সপ্তাহে দু’দিন কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী সপ্তাহে বুধবার লকডাউন হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে৷ কিন্তু, আগামী বুধবার অর্থাৎ ২৯ জুলাই ১৩০-তম প্রয়াণ দিবস৷ ওই দিন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন হবে৷ বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কেন লকডাউন ঘোষণা? ২৯ জুলাই লকডাউনের দিন বদলে আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি এসইউসিআই(সি)’র৷

আরও পড়ুন- এবার মোবাইলে করা যাবে করোনা টেস্ট, ১ ঘণ্টায় রিপোর্ট! নয়া আবিষ্কার IIT খড়গপুরের

এই বিষয়ে এসইউসিআই(সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে লকডাউনের দিন বদল করে ২৯ জুলাই বিদ্যাসাগরের তিরোধান দিবস পালনের অনুমতি চেয়েছেন৷ তিনি চিঠিতে লিখেছন, ‘রাজ্যের সর্বত্র ছাত্র-শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ  বিদ্যাসাগরের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান সমেত নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করবেন৷ স্বাস্থ্য-বিধি ও নির্দ্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাঁরা যাতে এই অনুষ্ঠান করতে পারেন, তার জন্য আগামী সপ্তাহের লকডাউন ২৯ তারিখের পরিবর্তে অন্য কোনওদিন করার ঘোষণা করার আবেদন করছি৷’

আরও পড়ুন- আগামীর জন্য বৈদ্যুতিন গাড়ি বানাচ্ছেন বঙ্গতনয়া আত্রেয়ী

তিনি লিখেছেন, ‘ভারতীয় রেনেশাঁ আন্দোলনের পথিকৃৎ মহান মানবতাবাদী বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ প্রভূত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে৷ যখন বিজেপি ও সঙ্ঘপরিবার গোটা দেশজুড়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিতে মরিয়া হয়ে প্রচেষ্টা চালাচ্ছে এবং তা করতে গিয়ে এমনকি বিদ্যাসাগরের মতো মনীষীর মূর্তি ভাঙতেও ইতস্তত করছে না, তখন তাঁর শিক্ষার ব্যাপক চর্চা আজ কত জরুরি৷’ করোনা সংক্রমণ রুখতে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকরা৷ সেই ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জুলাই রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছে রাজ্য৷ কিন্তু, ওই সপ্তাহে দ্বিতীয় দিনের লকডাউনের দিন এখন ঘোষণা করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *