SUCI-র ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে উত্তপ্ত কোচবিহার, ধর্মঘটীদের সঙ্গে তুমুল অশান্তি

কোচবিহার: বুধবার মেয়েদের রাত দখলের কর্মসূচি আচমকাই বদলে যায় তাণ্ডবলীলায়৷ আরজি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়৷ এই ঘটনার প্রতিবাদে ও তরুণী চিকিৎসকের যৌন…

bandh12

কোচবিহার: বুধবার মেয়েদের রাত দখলের কর্মসূচি আচমকাই বদলে যায় তাণ্ডবলীলায়৷ আরজি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়৷ এই ঘটনার প্রতিবাদে ও তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় ধিক্কার জানিয়ে রাজ্যকে স্তব্ধ করার ডাক দিয়েছে বিরোধী দলগুলি৷ শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বনধ সমর্থন করেছে বাম-বিজেপি৷ সেই বনধকে কেন্দ্র করেই  সকাল থেকে জেলায় জেলায় পথে নেমেছেন এসইউসিআই-এর কর্মী সমর্থকেরা৷ বনধ ঘিরে সকাল সকালই উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। পুলিশ এসইউসিআই-এর মিছিলে বাধা দিলে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়।এর পরেই কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বনধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। উত্তেজনা ছড়ায় দিনহাটাতেও৷ বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়।

 

বনধ সফল করতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও পথে নেমেছেন এসইউসিআই-এর কর্মী সমর্থকরা। সকাল থেকেই শহরজুড়ে চলছে মিছিল-বিক্ষোভ৷ যার জেরে ব্যহত যান চলাচল৷ বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও বনধের মিশ্র প্রভাব পড়েছে। সরকারি বাস চললেও বেসরকারি বসের দেখা নেই৷