৩৫ বছর পর ব্রিগেড সমাবেশ, বড় উদাহরণ তৈরি করছে SUCI

৩৫ বছর পর ব্রিগেড সমাবেশ, বড় উদাহরণ তৈরি করছে SUCI

f61c492facb081d431a492b0fa3a2346

কলকাতা: দলে দলে মানুষ যাচ্ছেন হাতে পতাকা নিয়ে। ইতিমধ্যেই ব্রিগেডে জমায়েত হয়েছে চোখে পড়ার মতো। না, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের কোনও জনসমাবেশ হচ্ছে না আজ। তাও শহরের রাস্তায় যান চলাচলে প্রভাব পড়েছে। আসলে দীর্ঘ ৩৫ বছর পরে কলকাতায় একক ভাবে ব্রিগেড সমাবেশ করতে চলছে এসইউসি। ব্রিগেড ময়দানে সমাবেশ হলেই মিছিলের কারণে শহর অবরুদ্ধ হয়ে পড়ার ইতিহাস অনেক পুরনো। আজও তেমনটাই হয়েছে। 

এসইউসি দলের প্রতিষ্ঠাতা নেতা হলেন শিবদাস ঘোষ। তাঁর জন্মশতবর্ষ পালনের জন্য এক বছর ধরে নানা কর্মসূচি করেছে দলের সদস্য, সমর্থকরা। আজ ব্রিগেডের মাধ্যমে সেই কর্মসূচির সমাপন। আজকের দিনে প্রতি বছরই কলকাতায় এসইউসির কেন্দ্রীয় সমাবেশ হয়। এ বার তা হচ্ছে ব্রিগেডে। শুধু শহর বা এই রাজ্যের অন্য জেলা থেকে নয়, একাধিক অন্য রাজ্য থেকেও সকাল থেকে শয়ে শয়ে লোক আসছেন ময়দানে। দলীয় সূত্রে খবর, ওড়িশা থেকে দু’টি ট্রেন, বিহার এবং কোচবিহার থেকে একটি করে ট্রেন রিজার্ভ করে কর্মী-সমর্থকেরা সমাবেশে যোগ দেবেন। উল্লেখ্য, এর আগে ১৯৮৮ সালে দলের পার্টি কংগ্রেস উপলক্ষে ব্রিগেডে সমাবেশ হয়েছিল। 

ইতিমধ্যেই শহরের একাধিক জায়গা থেকে মিছিল করে সমাবেশে যোগ দিয়েছেন বহু মানুষ। দলের শীর্ষ নেতৃত্বের তরফে আজ কী বার্তা দেওয়া হয় তার দিকেই তাকিয়ে তারা। এছাড়া ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এসইউসি’র এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। সবথেকে বড় বিষয়, এত মানুষের সমাগমে আসন্ন নির্বাচনের আগে লাল বাহিনীও যে বল পাচ্ছে তা আলাদ করে বলার নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *