বাঁকুড়া: কে বলেছে গ্রাম-বাংলায় ভাল চিকিৎসা পাওয়া যায় না! এবার সেই ধারণা ভেঙে দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা৷ প্রায় ২ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার করে সাড়ে ৫ কেজি ওজনের টিউমার বার করে দেখালেন বাংলার একঝাঁক চিকিৎসক৷
জানা গিয়েছে, পুরুলিয়ার হুডার বাসিন্দা বছর ৩৫-এর রামপদ বাউড়ি৷ পেটের ব্যথায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে৷ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও লাভ হচ্ছিল না৷ গত ২০মে চিকিৎসক উৎপল দের তত্ত্বাবধানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে ভর্তি হন তিনি৷ একাধিক পরীক্ষা পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ গত ২৯ মে প্রায় ২ ঘণ্টার অস্ত্রোপচার করে রমাপদ বাউড়ির পেট কেটে উদ্ধার করা হয় সাড়ে ৫ কেজি ওজনের টিউমার৷ ডাক্তারি পরিভাষায় এর নাম হাইডাটিড সিস্ট৷ বড় অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রামপদ৷