ফের পাতাল পথে আগুন আতঙ্ক, বড় বিপদের মুখে মেট্রো, বন্ধ পরিষেবা

কলকাতা: উৎসবের আনন্দের মধ্যেও ফের বিভ্রাট পাতাল পথে৷ মেট্রো বিপত্তির জেরে বন্ধ রেল পরিষেবা৷ লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় উত্তেজনা যাত্রীদের মধ্যে৷ আগুন আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে মেট্রো৷ মাঝপথে মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় চূড়ান্ত বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী৷ জানা গিয়েছে, দমদমগদামী মেট্রো রেলের লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ

ফের পাতাল পথে আগুন আতঙ্ক, বড় বিপদের মুখে মেট্রো, বন্ধ পরিষেবা

কলকাতা: উৎসবের আনন্দের মধ্যেও ফের বিভ্রাট পাতাল পথে৷ মেট্রো বিপত্তির জেরে বন্ধ রেল পরিষেবা৷ লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় উত্তেজনা যাত্রীদের মধ্যে৷ আগুন আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে মেট্রো৷ মাঝপথে মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় চূড়ান্ত বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী৷

জানা গিয়েছে, দমদমগদামী মেট্রো রেলের লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ রবীন্দ্রসদনে আগুনের ফুলকি দেখা যাওয়ায় শুরু হয়েছে যাত্রী আতঙ্ক৷ আপ ও ডাউন লাইনে রেল পরিষেবা চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে যাত্রীদের নামিয়ে আনা হয়৷ মাঝ পথে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ায় চূড়ান্ত দূর্ভোগে পড়েছেন যাত্রীরা৷ দমদমগামী রেললাইনে ফুলকি দেখা দেওয়ায় রবীন্দ্রসদন স্টেশনে আগুনের ফুলকি ঘিরে শুরু হয়েছে নয়া বিভ্রাট৷

যাত্রীদের অভিযোগ, এদিন সকালে দমদমগামী মেট্রো লাইনে ফুলকি দেখা দেওয়ায় গোটা ট্রেনের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে৷ শুরু হয় আগুন আতঙ্ক৷ পরে, রেকটিকে রবীন্দ্রসদন স্টেশনে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়৷ মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়ার কারণে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =