কলকাতা: প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর বোন জোড়া ফুল প্রতীকে টিকিট পাবেন বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল৷ তিনিও তেমনটাই ভেবেছিলেন৷ কিন্তু সেই জল্পনা সত্যি হয়নি৷ বরং তৃণমূল টিকিট দিয়েছে প্রাক্তন ওয়ার্ড কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে। এদিকে, এতদিনে ৬৮ নম্বর ওয়ার্ডের দেওয়াল ভরে গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের ছবিতে৷ পাশে আঁকা তৃণমূলের জোড়া ফুল। কিন্তু সকলকে চমক দিয়ে তৃণমূল সুদর্শনাকে টিকিট দেওয়ায় ফুল মুছে জোড়া পাতা প্রতীকেই এবার লড়ছেন তনিমা৷ পোস্টারের নীচে লেখা ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’৷
আরও পড়ুন- আমফান দুর্নীতি মামলা: কতজনের ব্যাঙ্কে একাধিকবার টাকা? রাজ্য জানাচ্ছে না, অভিযোগ
কিন্তু প্রশ্ন হল কেন প্রচারে নেমে সুব্রতর নিজের বোন কথাটি উল্লেখ করলেন তনিমা? তাঁর সাফ জবাব, “কেউ যেন আমাকে সুব্রতবাবুর খুড়তুতো বা জেঠতুতো বোন না ভাবেন। প্রত্যেকে তো আর জানেন না যে, আমি সুব্রতবাবুর নিজের বোন।” আর এটাই একমাত্র কারণ৷ স্পষ্ট জানালেন ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়। এদিকে দলের নিষেধাজ্ঞা না মেনে প্রার্থী হওয়ায় সুব্রতর বোনকে বহিষ্কার করেছে শাসক দল৷ অন্যদিকে তৃণমূলের টিকিট পেয়ে প্রচারে নেমে পড়েছেন সুদর্শনা৷ তবে তনিমাদেবীকে নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি তিনি৷ তাঁর পোস্টার নিয়েও কোনও কমেন্ট করতে চাননি৷
তবে সুদর্শনা একটু বলেছেন যে, ‘বালিগঞ্জের মতো বর্ধিষ্ণু এলাকায় মানুষ সবই বোঝে৷ এখানে কাউকে কিছু বলে দিতে হয় না৷’ রাজনীতির কারবারিদের একাংশের মতে, সুদর্শনা ও সুব্রতবাবুর পদবী এক৷ তাই অনেকে ভুল করে তাঁকে সুব্রতবাবুর বোন মনে করতে পারেন৷ তাই হয়তো নিজের প্রতীকের পাশে ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’ বলে উল্লেখ করে দিয়েছেন তনিমা৷ সেই সঙ্গে তিনি বেছে নিয়েছেন নির্দস প্রার্থীদের জন্য বরাদ্দ প্রতীকের মধ্যে জোড়া পাতাকেই৷