কলকাতা: সকাল সকাল সাংবাদিক বৈঠক করে নাম না করে শুভেন্দুকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ শুভেন্দুকে তুলনা করেছিলেন মীরজাফর, জগত শেঠের সঙ্গে৷ এবার প্রকাশ্য র্যালি থেকে ফের শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা৷ তিনি বলেন, আমরা দলে থেকে গোয়েন্দা গিরি করি না, দল থেকে কেউ সুযোগ নিয়ে কেউ কাউকে ছুড়ি মারে। সেটা ছুড়ি মারার পর বোঝা যায়। শুভেন্দু যা করেছে প্রকৃতি ওকে সাজা দেবে।
সুব্রত আরও বলেন, তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো নেতা বা দলের কর্মী চলে গেলে তৃণমূলের কোন ক্ষতি হবে না। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। তাই বিজেপি কেন্দ্রের নেতারা কোমর বেঁধে লড়াই করতে রাস্তায় নেমেছে বাংলায়। রবিবার দুয়ারে সরকার প্রকল্পের র্যালি তে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
এদিন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৬৫ নম্বর ওয়ার্ডের প্রচার মিছিল পার্ক সার্কাস সামসুল হুদা রোডে নুর মসজিদ থেকে শুরু হয়ে তিলজালা – ব্রড স্ট্রিট হয়ে বালিগঞ্জ ২১ পল্লী হয়ে। আবার তিলজালা মসজিদ বাড়ি লেনে গিয়ে শেষ হয়৷