কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দিতে গত বছর লকডাউন কার্যকরী করা হয়েছিল গোটা দেশ জুড়ে। তাতে পরিযায়ী শ্রমিকরা ব্যাপক দুর্দশার শিকার হয়েছেন বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। একধিক শ্রমিকের কাজ চলে গিয়েছে, অনেকে প্রাণ হারিয়েছেন, আর এর জন্য বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তবে আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় এই পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্যের কাজের বর্ণনা দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একই সঙ্গে একহাত নিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে।
গত বছর করোনা অতিমারীর প্রথম ঢেউ ও তার জেরে দেশ জোড়া লকডাউনে সারা দেশে পরিযায়ী শ্রমিকেরা চরম দূর্দশায় পড়লেও এ রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক অনাহারে মারা যাননি বলে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণে সুব্রত বলেন, সেই সময় তিন দফায় দলে দলে পরিযায়ী শ্রমিক রাজ্যে এসছে। রাজ্যে পা দেওয়ার পরের দিন থেকেই তাদেরকে কাজ দেওয়া হয়েছে। প্রায় ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক প্রতিদিন আড়াইশো টাকা মজুরিতে সরকারি প্রকল্পে কাজ করেছেন বলে তিনি জানান।
আরও পড়ুন- দেহরক্ষী খুনের মামলায় কাঁথি থানায় FIR, জেরার মুখে শুভেন্দু
এছাড়া ১০০ দিনের কাজের প্রকল্পে ৪১ কোটি শ্রমদিবস তৈরি করে এবং ১ কোটি ১৮ লক্ষ মানুষকে রোজগারের সুযোগ করে দিয়ে ওই প্রকল্পে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে বলেও পঞ্চায়েত মন্ত্রী দাবি করেছেন। তবে ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে তিনি বঞ্চনা করার অভিযোগ এনেছেন। অন্যদিকে, প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতি রুখতে সমস্ত নদীবাঁধ কংক্রিটের করে দেওয়ার জন্য সুব্রত বাবু কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান। বাংলাদেশের নজির তুলে ধরে তিনি বলেন, ওই দেশে ইতিমধ্যেই সমস্ত নদী বাঁধ বাঁধিয়ে ফেলার কাজ সম্পূর্ণ। তাহলে এখানে তা করা যাবে না কেন, তা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রশ্ন তুলেছেন।