SSKM-এ চিকিৎসকের অভাবেই কি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু? উঠছে প্রশ্ন

SSKM-এ চিকিৎসকের অভাবেই কি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু? উঠছে প্রশ্ন

কলকাতা: কালীপুজোর রাতে মারা গিয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অসুস্থতা নিয়ে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, বসেছিল স্টেন্ট। কিন্তু শেষরক্ষা হয়নি। ‘স্টেন্ট থ্রম্বোসিসে’ প্রয়াত হন তিনি। কিন্তু এই শোকের আবহেও একটি বড় প্রশ্ন উঠছে। তা হল, SSKM-এ চিকিৎসকের অভাবেই কি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু? তাঁর আইনজীবী দাবি করেছিলেন, কোনও চিকিৎসক নাকি সেই নির্দিষ্ট সময় ছিলেন না। অবশ্যই এটি একটি বিস্ফোরক অভিযোগ এবং এই ইস্যু সত্যি হলে কাঠগড়ায় উঠবে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সন্ধেবেলা মোটামুটি সুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। শশা-মুড়ি খেয়েছিলেন, ডাক্তারদের পরামর্শে হাঁটাহাঁটি করেছিলেন কিছুক্ষণ। তারপরেই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে তাঁর আইনজীবী জানিয়েছেন, সেই সময় ডাক্তার ডাকা হলেও জুনিয়র ডাক্তাররা এসেছিল, তারাই বুকে পাম্প করেছে। কোনও বিশেষজ্ঞ চিকিৎসককে পাওয়া যায়নি। ফোন করেও কোনও লাভ হয়নি। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে যে তখন কোথায় ছিলেন চিকিৎসকরা? যদিও এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময়ে মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিত্সকরা ওয়ার্ডে ছিলেন না। সন্ধ্যেবেলার রাউন্ড শেষে সুব্রত মুখোপাধ্যায়কে দেখে যান তাঁরা। তারপর যে এই রকম কোনও ঘটনা ঘটতে পারে তা কেউই আন্দাজ করতে পারেননি। 

বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের৷ শুক্রবার সকালে ১০টায় রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় তাঁর দেহ৷ ২টো পর্যন্ত সেখানেই শায়িত রাখা হয়েছিল তাঁকে৷ সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়৷ তাঁকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এর পর বাড়িতে নিয়ে আসা হয় তাঁর দেহ৷ সেখান থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ৷ সেখানে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে৷ তারপর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *