এখনও বিপদ কাটেনি মন্ত্রীর! সুব্রতকে নিয়ে যা জানাল এসএসকেএম

এখনও বিপদ কাটেনি মন্ত্রীর! সুব্রতকে নিয়ে যা জানাল এসএসকেএম

কলকাতা: রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসায় সাড়া দিলেও এখনও রাজ্যের মন্ত্রীর বিপদ কাটেনি বলেই জানাল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সিওপিডির সমস্যা থাকায় শ্বাসের কষ্ট বেড়েছে তাঁর। পঞ্চায়েত মন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। 

রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেন সুব্রত মুখোপাধ্যায়৷ সোমবার সকালে অস্বস্তি বাড়তেই তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রথমে তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়৷ তারপর পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ এখন শেষ পাওয়া তথ্যে জানা গিয়েছে, সুব্রত মুখোপাধ্যায় এখনও পুরোপুরি বিপদমুক্ত হননি। স্থিতিশীলও এখনও বলা যাবে না তাঁকে। তবে চেষ্টা করা হচ্ছে সব সময় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করার। ছয় সদস্যর মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা করছে। 

সুব্রত মুখোপাধ্যায়ের বয়স হয়েছে ৭৫ বছর৷ বার্ধত্যজনিত কিছু সমস্যা রয়েছে তাঁর। তিনি নিয়মিত চেকআপে থাকেন৷ সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল তাঁর। চিকিৎসকরা তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে এসএসকেএমে ভর্তি হন৷ কিন্তু রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি৷ উল্লেখ্য, কিছু সপ্তাহ আগেই নারদ মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। বর্ষীয়ান এই তৃণমূল নেতা সেই সময় প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। কিন্তু ভবানীপুরে উপনির্বাচনের সময় থেকে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে ওঠেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =