সকালে রবীন্দ্র সদন থেকে বালিগঞ্জ হয়ে বাড়ি, কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সুব্রত মুখোপাধ্যায়ের

সকালে রবীন্দ্র সদন থেকে বালিগঞ্জ হয়ে বাড়ি, কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সুব্রত মুখোপাধ্যায়ের

কলকাতা: বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন৷ কালীপুজোর রাতে সকলকে চির বিদায় জানিয়ে পরপারে পাড়ি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ রাত ৯টা ২২ মিনিট নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর৷ 

আরও পড়ুন- ‘ভ্যাট’ না কমালে বড় আন্দোলন! জ্বালানি ইস্যুতে রাজ্যকে হুঁশিয়ারি বিজেপির

 

গতকাল সন্ধেয় এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের শৌচাগারে যান তিনি৷ এর পরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই এসএসকেএম-এ ছোটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, শুক্রবার সকালে রবীন্দ্র সদনে নিয়ে আসা হবে  রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। সকাল ১০টা থেকে দুপুর ২ পর্যন্ত সেখানেই তাঁকে শায়িত রাখা হবে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে৷ দুপুর ২টোর পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জ কেন্দ্রের বিভিন্ন এলাকায়। সবশেষে নিয়ে যাওয়া হবে বাড়ি। সেখান থেকে একডালিয়া এভার গ্রিন ক্লাব হয়ে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়রের দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। 

গত ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তখনই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। দুটি স্টেন্টও বসানো হয়৷ গতকাল শ্বাসকষ্ট বাড়তে থাকায় কোনও রকম ঝুঁকি না নিয়ে উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ৷ আর তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বঙ্গ রাজনীতির এক অধ্যায়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 5 =