বহু কোটি টাকা পাচারের অভিযোগ, রোজভ্যালি মামলায় গ্রেফতার শুভ্রা কুণ্ডু

বহু কোটি টাকা পাচারের অভিযোগ, রোজভ্যালি মামলায় গ্রেফতার শুভ্রা কুণ্ডু

কলকাতা: রোজভ্যালি মামলায় গ্রেফতার হলেন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে সিবিআই। এদিন শুভ্রা কুণ্ডুর বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা। শুধু কোটি কোটি টাকা পাচারের অভিযোগ নয়, রোজভ্যালির অ্যাকাউন্টে গরমিল এবং আরো বেশ কয়েকটি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এর আগে তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা। এবার বাড়ি থেকে গ্রেফতার করা হল শুভ্রা কুণ্ডুকে।

সিবিআই সূত্রের খবর, টাকা নয়ছয় এবং পাচারের সন্দেহ হওয়ায় সেই বিষয়ে শুভ্রা কুণ্ডুকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেই ব্যাপারে কোনো রকম সদুত্তর দিতে পারেননি তিনি। অবশেষে রোজভ্যালি মামলায় বহু কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে তাকে অবশেষে গ্রেফতার করেছে সিবিআই। সম্ভবত আগামীকাল তাকে ভুবনেশ্বরের আদালতে তোলা হবে। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে গৌতম কুণ্ডু ধরা পড়ার পরেও টানা ছ’মাস একা হাতেই সংস্থার সমস্ত কাজকর্ম সামলেছিলেন শুভ্রা। আদালত চত্বরে গৌতমের সঙ্গে নিয়মিত দেখা করতে আসতেন। জেলে বসে স্ত্রী শুভ্রাকে নির্দেশ দিতেন গৌতম৷ 

শুভ্রা এক সময় রোজ ভ্যালির স্বর্ণ বিপণি ‘অদ্রিজা’র অন্যতম ডিরেক্টর ছিলেন।শুভ্রা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতনও নিয়েছেন। অদ্রিজা বাজার থেকে ৩৩০ কোটি টাকা ঋণ নিয়েছিল। ওই টাকা নানা ভাবে অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে। ওই ৩৩০ কোটি টাকা লেনদেনের ঠিকঠাক হিসেব নেই। শুভ্রা মূলত অদ্রিজার আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। অদ্রিজা-কেলেঙ্কারি পর শুভ্রা ডিরেক্টর-পদে ইস্তফা দিয়েছিলেন। অদ্রিজা স্বর্ণ বিপণি থেকে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে উপঢৌকন হিসেবে সোনা দেওয়া হয়েছিল। সোনার বিনিময়ে তাঁদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি। তা ছাড়া শাসক দলের প্রভাবশালী নেতা-মন্ত্রীর দুর্গাপুজোয় মোটা টাকার বিজ্ঞাপন দিয়েছিল অদ্রিজা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =