‘কান টানলে মাথা আসে’, কেডির গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘কান টানলে মাথা আসে’, কেডির গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

 

নিজস্ব সংবাদাদাতা, ভগবানপুর: কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ৷ বুধবার ইডি গ্রেফতার করেছে অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংকে৷ তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী৷ বললেন, শুধু গ্রেফতারি নয় তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ইডি, এমনটাই চান তিনি৷ কারণ শুভেন্দুর কথায়, বাংলার ৭০ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করেছে কেডি সিংয়ের সংস্থা৷

শুধু তাই নয়, শুভেন্দুর দাবি, কান টানলে মাথা আসবে৷ স্পষ্ট করে কিছু না বললেও শুভেন্দুর এই ধরণের মন্তব্যে স্পষ্ট, তিনি আরও অনেক তাবড় ব্যক্তিত্বদের এই প্রতারণাকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত দিলেন৷ বুধবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গান্ধীরোড মাঠে জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে তুলোধনা করেন তিনি৷

তবে সভা শেষে সাংবাদিকেরা তাঁকে শিশির অধিকারীকে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে অপসারণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন৷ তবে তাঁর কথায়, ওরা কর্মচারী খোঁজে, কর্মচারী খুঁজে নেবে৷ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। এই অপসারণে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব যে আরও বাড়ল তা বলাই বাহুল্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =