‘অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগাড়পার’, নেত্রীকে খোঁচা শুভেন্দুর

‘অনেকে তো কর্মসূচি ঘোষণা করে পগাড়পার’, নেত্রীকে খোঁচা শুভেন্দুর

f7f8271a215052907b042e91d5c72aa7

 

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূল সু্প্রিমোর৷ কিন্তু রামনগরের বিধায়ক অখিল গিরি করোনায় আক্রান্ত হওয়ায় বাতিল করে দেওয়া হয় সভা৷ যদি ৮ জানুয়ারি পাল্টা সভা রেখেছিল বিজেপিও, যা নিজের মুখে ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী৷ তবে তৃণমূলের সভা বাতিল হওয়ায় মঙ্গলবার নাম না করে নেত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু৷ বললেন, অনেকে তো প্রোগাম ঘোষণা করে পগাড়পার৷ পরে সভা করলে আমরাও সভা করব৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘোষণার পর তার পাল্টা দিতে ৮ জানুয়ারি নন্দীগ্রামের সভার ঘোষণা করেছিলেন শুভেন্দু৷ তিনি বলেছিলেন, উনি পুলিশ দিয়ে তিরিশ হাজার লোক আনবেন, আর আমি ভালোবাসা দিয়ে এক লক্ষ লোক আনব৷ মঙ্গলবার নন্দীগ্রামে শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিতে বিজেপি কর্মীদের ওপর হামলা ঘটনায় তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু৷ বলেন, আইনের পথে হাঁটবেন তিনি৷ একইসঙ্গে জানান, ধর্মীয় মিছিলে এই জেহাদি আঘাতের মোকাবিলাও করা হবে৷ 

এদিন হামলা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেন, ”পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই আক্রমণ করছে তৃণমূল।” একইসঙ্গে পুলিশকে কৃতদাস বলেও এদিন কটাক্ষ করেন শুভেন্দু৷ একইসঙ্গে তোপ দাগেন ভাইপোর বিরুদ্ধে৷ তাঁর ছবিতে কালী লাগানোর ঘটনায় দায়ী করেন ভাইপোকেই৷ বলেন, তোলাবাজ ভাইপোর অফিস থেকে এসব করতে নির্দেশ দেওয়া হচ্ছে৷ বলা হচ্ছে ছবিতে কালী মাখিয়ে তার ছবি তুলে পাঠাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *