পরীক্ষা না নিয়েই ফেল? সংসদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, বিদ্রোহ পড়ুয়াদের!

পরীক্ষা না নিয়েই ফেল? সংসদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, বিদ্রোহ পড়ুয়াদের!

05f9485bf57491b3ab3ea79dc1f66fa7

বারাসত: উচ্চ মাধ্যমিকের রেজাল্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মধ্যমগ্রামের বেশ কয়েকটি স্কুল চত্বর। পরিকল্পিতভাবে ছাত্র-ছাত্রীদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা৷ তাঁদের প্রশ্ন, পরীক্ষায় হল না, তাহলে কিসের ভিত্তিতে ফেল করানো হল? অবিলম্বে এবিষয়ে তাঁদের সদুত্তর না পেলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা৷

এরই প্রকিবাদ জানিয়ে শনিবার এলাকার বিভিন্ন স্কুলের প্রায় চারশো জন উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে মধ্যমগ্রাম চৌমাথা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।  ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে সকলকে পাশ করাতে হবে৷ তাঁদের বক্তব্য,  এবছর পরীক্ষা হয়নি, তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কিভাবে ফেল করাল?  এর উত্তর না পেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে।

দীর্ঘক্ষণ ছাত্র-ছাত্রীদের অবরোধের জেরে যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোডের উপরে।  একঘন্টা পরে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদেরকে আশ্বস্ত করলেন অবরোধ উঠে যায় এবং যশোর রোডে যান চলাচল শুরু হয়৷ তবে আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়েছে, এভাবে তাঁদের জীবন নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং সংসদ ছিনিমিনি খেলবেন, এটা তাঁরা বরদাস্ত করবেন না৷ অবিলম্বে সকলকে পাশ করাতে হবে৷ না হলে তাঁরা আদালতে যেতে বাধ্য হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *