ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে গাছে বেঁধে ‘শিক্ষা’!

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে গাছে বেঁধে ‘শিক্ষা’!

বাকুড়া: ক্লাসরুমে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ প্রতিবাদে অভিযুক্ত শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে রাখল ছাত্রীরা৷ ঘটনাটি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার অন্তর্গত মণ্ডলগ্রামের উন্তিশোল রাসমনি সম্মিলনী জুনিয়র হাই স্কুলের৷

দিনের পর দিন চলছিল এই নোংরামি৷ ছাত্রীরা জানায়, অরুণ কুমার সিংহমহাপাত্র নামে ওই শিক্ষক প্রতিদিন ক্লাসে এসেই ছাত্রদের বাইরে বার করে দিতেন৷ পড়ানোর বদলে গান গাইতে বলতেন ছাত্রীদের৷ এমনকী তাঁদের কাছে ডেকে এনে আপত্তিকর আচরণ করতেন বলেও অভিযোগ৷  বৃহস্পতিবারও এর অন্যথা হয়নি৷ ক্লাসে ঢুকে একই কাজ শুরু করেন ওই শিক্ষক৷ এর পরই ক্ষিপ্ত ছাত্রীরা অভিযুক্ত শিক্ষককে স্কুলের সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ৷

অষ্টম শ্রেণির এক ছাত্রী জানান, বেশ কয়েকদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছিলেন অরুণ স্যার৷ বারণ করলেও তিনি কারও কথা শুনতেন না৷ ছাত্রদের বার করে দিতেন৷ এরপর চলত তাঁর অত্যাচার৷ বহু ছাত্রীকে হেনস্থা হতে হয়েছে তাঁর হাতে৷ এই ঘটনার বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা৷ অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + five =