অধ্যক্ষ হিসাবে সন্দীপকে মানতে নারাজ ন্যাশনাল মেডিক্যালের পড়ুয়ারা, চলছে অবস্থান বিক্ষোভ

কলকাতা: আন্দোলনের চাপে সোমবার আরজি কর মেডিক্যাল হাসপাতাল থেকে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এর পরেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়৷…

sandeep1

কলকাতা: আন্দোলনের চাপে সোমবার আরজি কর মেডিক্যাল হাসপাতাল থেকে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এর পরেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়৷ কিন্তু, রাজ্যের এই সিদ্ধান্তে প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন মেডিক্যালের পড়ুয়ারা৷ সোমবার সন্ধ্যা থেকেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হন পড়ুয়াদের একাংশ। অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে তালা ঝুলিয়ে দেন তাঁরা। মঙ্গলবার সকালেও আন্দোলন অব্যাহত৷ তাঁদের দাবি, অধ্যক্ষ হিসাবে তাঁরা সন্দীপ ঘোষকে মেনে নেবেন না৷

 

মঙ্গলবার সকালে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থানে বসেন কিছু পড়ুয়া। সন্দীপের বিরুদ্ধে শুরু হয় স্লোগান৷  কোনও ভাবেই সন্দীপ ঘোষ যাতে আজ অধ্যক্ষের চেয়ারে বসতে না পারেন, তার জন্য ব্যারিকেড গড়ে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনাও করছেন আন্দোলনরত চিকিৎসকেরা৷

এদিন সকালে ১০টা নাগাদ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা মেডিক্যালে যান। তাঁর সঙ্গে পৌঁছান মন্ত্রী জাভেদ খানও। তাঁদের দেখামাত্র ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বিক্ষোভরত পড়ুয়া চিকিৎসকেরা৷