শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বুধবার সকাল ১০টা নাগাদ বৃষ্টির মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছয় রাজ্যপালের কনভয়। তিনি আসার আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়াতেই বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। রাজ্যপালকে দেখে ‘গো ব্যাক’ স্লোগানও দেন তাঁরা।
উল্লেখ্য, আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপালের। গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷
আগেই ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকের বসার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, ওই বৈঠক বানচাল করার চেষ্টা চলছ৷ এই অভিযোগ পেয়েই সোমবারই বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সোমবার এনজেপি স্টেশনে নামার পর সস্ত্রীক রাজ্যপাল ওঠেন স্টেট গেস্ট হাউসে। সেখান থেকে দুপুরে তিনি পৌঁছন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে৷ তাঁকে ঘিরে বিক্ষোভের পরই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেন, ‘‘বাস্তবে কী চলছে, তাই জানতে এসেছি।’’