আলিপুর: প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার এনায়েতনগর এমআই হাই মাদ্রাসায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একাধিক বিষয় নিয়ে প্রধানশিক্ষক হাফিজ মণ্ডলের সঙ্গে অশান্তি চলছিল স্কুলের পরিচালন কমিটির সদস্য নইম মণ্ডলের। ৩ জানুয়ারি স্কুলে নতুন শিক্ষককের নিয়োগ নিয়ে বচসার জেরে হঠাৎই হাফিজের উপর চড়াও হন নইম। তাঁকে প্রাণণাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রধানশিক্ষককে হেনস্থার প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। গোটা ঘটনা জানিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক হাফিজ মণ্ডল। যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত নইমের।
প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
আলিপুর: প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার এনায়েতনগর এমআই হাই মাদ্রাসায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একাধিক বিষয় নিয়ে প্রধানশিক্ষক হাফিজ মণ্ডলের সঙ্গে অশান্তি চলছিল স্কুলের পরিচালন কমিটির সদস্য নইম মণ্ডলের। ৩ জানুয়ারি স্কুলে নতুন শিক্ষককের নিয়োগ নিয়ে বচসার জেরে হঠাৎই হাফিজের উপর চড়াও হন নইম। তাঁকে প্রাণণাশের হুমকি দেওয়া হয় বলে