মোদির পুতুল জ্বালিয়ে বিদ্রোহ পড়ুয়াদের, ‘নীরব’ তৃণমূল! তুঙ্গে চর্চা!

নাগরিকত্ব আইন কার্যকর করে দু'দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির ময়দান৷ মোদিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে রাজ্যপাল ও তৃণমূল নেতাদের হাজিরা ও পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঘিরে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক৷ কলকাতার বিভিন্ন প্রান্তে মোদি-বিরোধী বিক্ষোভ শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন৷ কালো পতাকা হাতে রাজপথ কাঁপাতে শুরু করেছেন পড়ুয়ারা৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি৷ পড়ুয়ারা যাতে রাজভবনের দিকে এগোতে না পারে, তার জন্য ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ৷

কলকাতা: নাগরিকত্ব আইন কার্যকর করে দু'দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির ময়দান৷ মোদিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে রাজ্যপাল ও তৃণমূল নেতাদের হাজিরা ও পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঘিরে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক৷ কলকাতার বিভিন্ন প্রান্তে মোদি-বিরোধী বিক্ষোভ শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন৷ কালো পতাকা হাতে রাজপথ কাঁপাতে শুরু করেছেন পড়ুয়ারা৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি৷ পড়ুয়ারা যাতে রাজভবনের দিকে এগোতে না পারে, তার জন্য ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ৷

কিন্তু বাম-কংগ্রেস তরফে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হলেও আশ্চর্যজনকভাবে ‘নীরব’ তৃণমূল! আর এই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী শিবির৷ নাগরিক আইন বিরোধী অবস্থান নেওয়া সত্ত্বেও কেন নরেন্দ্র মোদির বাংলা সফরে বিক্ষোভ দেখাচ্ছে না তৃণমূল? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বামপন্থী পড়ুয়ারা৷

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ও নরেন্দ্র মোদির কলকাতা সফরের বিরুদ্ধে শহরের একাধিক জায়গায় জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কালো পতাকা দেখানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন পড়ুয়ারা৷ ধর্মতলা, যাদবপুর, কলেজস্ট্রিট, হাতিবাগান চত্বরে পড়ুয়ারা জমায়েত করেছেন৷ সেখানে উঠছে মোদি বিরোধী স্লোগান৷ মোদিকে কালোপতাকা দেখানোসহ গো ব্যাক স্লোগান তুলতে শুরু করেছেন পড়ুয়াদের একাংশ৷ জ্বালানো হয়েছে মোদির কুশপুতুল৷  তাদের দাবি, নরেন্দ্র মোদি ও তাঁর সরকার ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে৷ আর সেই কারণে তাঁকে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হবে বলেও জানিয়েছেন পড়ুয়ারা৷

সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে বৈঠকের সম্ভবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সূত্রের খবর, সেই বৈঠকে দু’জনের দেখা হতে পারে৷ নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর ভবনে মমতা-মোদির বৈঠক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ যদিও শোনা যাচ্ছে, রাজভবনে মোদি মমতার বৈঠকের পর ধর্মতলায় নাগরিক আইন বিরোধী তৃণমূলের সভামঞ্চে অংশ নেবেন মমতা৷ সেখানে বেশ কিছু বার্তা দিতে পারেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fourteen =