বৃহন্নলাদের পাশে দাঁড়াল প্রেসিডেন্সি, পড়ুয়ারা বিলি করলেন খাদ্য সামগ্রী

বৃহন্নলাদের পাশে দাঁড়াল প্রেসিডেন্সি, পড়ুয়ারা বিলি করলেন খাদ্য সামগ্রী

নয়াদিল্লি: লকডাউনে সংকটে পড়া বৃহন্নলাদের পাশে দাঁড়ালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ তাঁদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা৷ 

গরিয়া নবগ্রাম এলাকার ২৫ জন বৃহন্নলার হাতে চাল, ডাল, আলু ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মিমোসা ঘড়াই সাংবাদিকদের বলেন, ‘‘গত শুক্রবার এবং রবিবার আমরা ৩৩ কেজি চাল, ৬.৫ কেজি ডাল, ১২ কেজি আলু, ২৫ প্যাকেট সয়াবিন ছাড়াও পেঁয়াজ, তেল ও সাবান তাঁদের মধ্যে বিতরণ করেছি৷'' তিনি আরও জানান, এই উদ্দেশে ছাত্র সংসদের তহবিলে কর্মী, ফ্যাকাল্টি, প্রাক্তন সদস্যরাও অর্থ দান করেছেন।

এই ২৫ জন বৃহন্নলার মধ্যে অন্যতম একজন ছবিরানি। তিনি বলেন, হাতে যেটুকু জমানো পুঁজি ছিল, লকডাউন শুরু হওয়ার প্রথম মাসের মধ্যেই তা শেষ হয়ে যায়৷ এদিন খাবারের প্যাকেট হাতে পেয়ে চোখের জল বাঁধ মানছিল না তাঁর৷ তিনি বলেন, ‘‘সরকারের দেওয়া মাসিক রেশনও ফুরিয়ে গিয়েছিল। আগামী দিনে কী ভাবে আমরা বেঁচে থাকব, সেটাই ভেবে পাচ্ছিলাম না৷ এই ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের মুখে হাসি ফিরিয়েছে৷ আমরা ওঁদের সুখী ও সফল জীবনের কামনাি করি।''

পড়ুয়াদের এমন সৎ উদ্যোগে উচ্ছ্বসিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার। তিনি বলেন, ‘‘আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা গর্বিত। এমন কঠিন সময়ে একজন সত্যিকারের ‘প্রেসিডেন্সিয়ান'-এর মতো কাজ করেছেন তাঁরা। তবে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর আগে ওদের অবশ্যই নিরপত্তা বিধি মেনে চলা উচিত।'' 

এর আগেও লকডাউনে হিন্দু হোস্টেলের আটজন অস্থায়ী শ্রমিক ও একজন হকারের হাতে ১,০০০ টাকা করে তুলে দিয়েছিল ছাত্র সংসদ৷ বহু বছর ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে খাবারের প্যাকেট বিক্রি করতেন ওই হকার৷ 

শিক্ষা সংক্রান্ত খবর জানতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =