হাজিরা ইস্যুতে ছাত্র বিক্ষোভ সেন্ট পলসে

হাজিরা ইস্যুতে ফের কলেজে ছাত্র বিক্ষোভ ঘিরে তৈরি হলো বিশৃঙ্খলা। হেরম্বচন্দ্র, সেন্ট পলস বেহালা কলেজের পর এবার ছাত্র বিক্ষোভে উত্তাল হলো কলেজ স্ট্রিটের সিটি কলেজ। হাজিরা কম থাকায় সাড়ে তিনশো পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পড়ুয়ারা রাতভর ঘেরাও করে রাখেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপকদের। পরে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস

হাজিরা ইস্যুতে ছাত্র বিক্ষোভ সেন্ট পলসে

হাজিরা ইস্যুতে ফের কলেজে ছাত্র বিক্ষোভ ঘিরে তৈরি হলো বিশৃঙ্খলা। হেরম্বচন্দ্র, সেন্ট পলস বেহালা কলেজের পর এবার ছাত্র বিক্ষোভে উত্তাল হলো কলেজ স্ট্রিটের সিটি কলেজ। হাজিরা কম থাকায় সাড়ে তিনশো পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পড়ুয়ারা রাতভর ঘেরাও করে রাখেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপকদের। পরে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পাওয়ার পর ঘেরাও তুলে নেওয়া হয়। যারা পরীক্ষায় বসার অনুমতি পায়নি তারা আদৌও বসতে পারবে কিনা তা আগামী ১২ই ডিসেম্বরের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে চালু হয়েছে ক্রেডিট বেসড চয়েস সিস্টেম। নয়া এই ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদেরকে ন্যূনতম ৬০শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হয়। সেই নিয়ম মেনে প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় সাড়ে তিনশো পড়ুয়াকে প্রথম সেমিস্টার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। এতেই ক্ষিপ্ত হয়ে ৪০জন পড়ুয়া শুক্রবার সন্ধে থেকে কলেজ অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। রাতে অধ্যক্ষ ও অধ্যাপকদের ঘেরাও করে পড়ুয়ারা। শনিবার দুপুর পর্যন্ত সেই ঘেরাও চলে। সিটি কলেজের এই ক্যাম্পাসেই তিনটি কলেজের পঠনপাঠন চলে। সান্ধ কলেজের পড়ুয়াদের বিক্ষোভের ফলে এদিন দুটি কলেজের পঠনপাঠন বিঘ্নিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ কথা বলায় ঘেরাওমুক্ত হন অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =