পরপর দু’বার ভ্যাকসিন পেল স্কুল পড়ুয়া! ঘটনায় উত্তেজনা বঙ্গে

পরপর দু’বার ভ্যাকসিন পেল স্কুল পড়ুয়া! ঘটনায় উত্তেজনা বঙ্গে

ডেবরা: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে সম্প্রতি। দেশজুড়ে চলছে টিকাকরণ। ইতিমধ্যেই বহু পড়ুয়া এই টিকা নিয়ে নিয়েছে। কিন্তু এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাংলার ডেবরার একটি ঘটনায়। ক্লাস নাইনের এক ছাত্রকে দেওয়া হল পরপর দুটি টিকা! ঘটনায় অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় এলাকায় উত্তাপ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।

জানা গিয়েছে, ডেবরা ব্লকের আলোককেন্দ্র হাইস্কুলে এদিন টিকাকরণ চলার সময় নবম শ্রেণির এক ছাত্রকে পরপর দুটি টিকা দেওয়া হয়। তবে কী ভাবে ঘটল এমন ঘটনা? খবর, আবদালিপুর এলাকার বাসিন্দা ওই কিশোর জানিয়েছে, টোকেন ছাড়া একবার টিকা নিয়েছিল সে। কিন্তু তার পর স্কুলের শিক্ষিকারা তাকে আবার টিকা দিইয়ে দেয়! কিশোরের কথায়, ‘না জেনে’ এই ঘটনা ঘটে গিয়েছে। এই গোটা ঘটনার প্রেক্ষিতে ডেবরার BMOH জানিয়েছেন, বিষয়টি আদতে কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যা দোষ থাকবে তাকে শাস্তি দেওয়া হবে। তবে স্বস্তির বিষয়, ছেলেটি একদম সুস্থ আছে আপাতত। কোনও রকম অসুস্থতা লক্ষ্য করা যায়নি। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুদিন আগেই এক ছাত্রের হঠাৎ মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালনায়। সে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পরে এবং মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। তাই শিশুদের টিকা নিয়ে একটু উদ্বেগ থেকে যাচ্ছে।

এখন ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্তের জন্য দেওয়া হচ্ছে বুস্টার ডোজ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা। খুব তাড়াতাড়ি ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণও শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। মার্চের শুরু দিকেই ১২-১৪ বছরের টিকাকরণ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৮ কোটি ০৪ লক্ষ ৪১ হাজার ৭৭০ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৭৯ লক্ষ ৯১ হাজার ২৩০ ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *