৯৫ ঘণ্টারও বেশি সময়ে অনশন, মেডিক্যালে অসুস্থ পড়ুয়া

৯৫ ঘণ্টারও বেশি সময়ে অনশন, মেডিক্যালে অসুস্থ পড়ুয়া

কলকাতা: ক’দিন ধরেই কলকাতা মেডিক্যাল কলেজে অচলাবস্থা চলছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন প্রায় ৯৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর এরই মধ্যেই জানা গেল, কলেজে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু বিক্ষোভ যে এই মুহূর্তে থামছে না তা স্পষ্ট।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। এদিকে সোমবার পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর বাকি আন্দোলনকারীদের নিয়েও চিন্তা তৈরি হচ্ছে, যদিও তারা বিক্ষোভ থামাতে প্রস্তুত নন যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি পূর্ণ হচ্ছে। কলেজ হাসপাতাল সূত্রের খবর, যে পড়ুয়া অসুস্থ হয়েছে তাঁর রক্তচাপ কমে গিয়েছিল। তবে আপাতত সে স্থিতিশীল বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও খবর, পড়ুয়াদের পাশে দাঁড়াতে কনভেনশনের ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ।

তবে কী নিয়ে আন্দোলন? পড়ুয়াদের বক্তব্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সোমবার হঠাৎই  নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। ভোট না হলে ঘেরাও আন্দোলন তোলা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =