মহালয়ার সকালে ছাত্রকে পিষে মারল জেসিবি, বাঁশদ্রোণীতে বিক্ষোভ

student death stuck with JCB বাঁশদ্রোণী: মহালয়ার সকালে মর্মান্তিক ঘটনা৷ টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হল এক পড়ুয়ার। অভিযোগ, জেসিবি চালক ছাত্রটিকে পিষে…

student death stuck with JCB

student death stuck with JCB

বাঁশদ্রোণী: মহালয়ার সকালে মর্মান্তিক ঘটনা৷ টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হল এক পড়ুয়ার। অভিযোগ, জেসিবি চালক ছাত্রটিকে পিষে দিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷  ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পথ আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়েরা। (student death stuck with JCB )

ঘটনাটি বাঁশদ্রোণীর student death stuck with JCB

দুর্ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়৷ কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানাচ্ছেন, পুজোর আগে ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই কাজের জন্যেই জেসিবিটি রাখা ছিল বুধবার সকালে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল নবম শ্রেণির ওই পড়ুয়া। মাটি কাটার সময় ওই জেসিবিটি পিছন থেকে ধাক্কা মারে তাকে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-

RG Kar : গণবিদ্রোহে উল্টে যাবে সরকার?

এ বার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার পার্থ

 

Bengal: Tragic incident on Mahalaya morning: A student dies after being hit by a JCB while on the way to tuition in Kolkata’s Bansdroni area. The accident caused local unrest as residents protested. Full story on the unfortunate event and its aftermath.