Aajbikel

শহরে ফের এক ছাত্রের রহস্যমৃত্যু, পাঁচতলা থেকে 'পড়ে' গেল প্রাণ

 | 
মৃত্যু

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে বাংলা। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তবে সেটি আত্মহত্যা নাকি খুন, সেটা জানা এখনও বাকি। এই আবহে আরও এক রহস্যমৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার কসবার এক স্কুলে এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, পাঁচ তলা থেকে 'পড়ে গিয়ে' মৃত্যু হয়েছে তার। তবে দশম শ্রেণির ওই ছাত্র আত্মঘাতী হয়েছে কি না, স্পষ্ট নয়।

জানা গিয়েছে, সোমবার দুপুরের এই ঘটনায় ওই ছাত্রকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের দাবি, মানসিক চাপ সৃষ্টি করে তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। স্কুলের বিরুদ্ধেই এমন বড় অভিযোগ করেছেন তারা। ছাত্রের বাবার বক্তব্য, এদিন একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা থাকলেও তাঁর ছেলে দিতে পারেনি। তার জন্য তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সবার সামনে। সে হয়তো তাতে অপমানিত হয়েছিল। তবে এর মধ্যে প্রতিহিংসার বিষয়টিও সামনে আসছে। 

ছাত্রের বাবার কথায়, করোনাকালেও স্কুল বেতন কমাচ্ছিল না। অন্য অভিভাবকদের কর্তৃপক্ষের বিরুদ্ধে একত্রিত হওয়ার মধ্যে তিনিও ছিলেন। তাই তাঁর ছেলের বিরুদ্ধে স্কুল ইচ্ছাকৃত অনেককিছু করেছে বলে দাবি। তাঁর অনুমান স্কুলের মধ্যে তার ছেলে মেরে পরে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয়েছে! এই যুক্তি হিসেবে তিনি বলেছেন, তাঁর ছেলের শরীরের কোনও হাড় ভাঙেনি। কেবল কান এবং মুখ থেকে রক্ত পড়ছিল। পাঁচ তলা থেকে পড়ে গেলে হাড় ভাঙাই স্বাভাবিক। অন্যদিকে ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের বয়ানেও অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে।

Around The Web

Trending News

You May like