Umbrella বানান করতে গিয়ে নাজেহাল! ইংরেজিতে পাশ করানোর দাবিতে বিক্ষোভ অনুত্তীর্ণদের

Umbrella বানান করতে গিয়ে নাজেহাল! ইংরেজিতে পাশ করানোর দাবিতে বিক্ষোভ অনুত্তীর্ণদের

18350e884a2c9770cbade2c65b16e91b

কলকাতা: গত শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ প্রথম দশে জায়গা করে নিয়েছে ২৭২ জন পড়ুয়া৷  সামগ্রিক ভাবে উচ্চমাধ্যমিকে পাশের হার বেশ ভালো৷ চারিদিকে কৃতি ছাত্রছাত্রীদের জয়জয়কার৷ অন্যদিকে পাশ করানোর দাবিতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ৷ এরই মাঝে আন্দোলনরত এক ছাত্রীর সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা শোনার পর চোখ কপালে উঠেছে৷ 

আরও পড়ুন- বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, আজ কেমন থাকবে আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি শুভজিৎ কর চক্রবর্তী নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে৷ সেখানে দেখা, একজন সাংবাদিক রাস্তায় ধর্নারত এক ছাত্রীর সামনে বুম ধরে জানতে চাইছেন, তাঁরা কেন পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। এর উত্তরে ওই ছাত্রী বলেন, “আমাদের সকলকে ইংরেজিতে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য বিষয়ে লেটার পেয়েছি৷ শুধু ইংরেজিতে ফেল করানো হয়েছে। আমাদের সকলকে ইংরেজিতে পাশ করিয়ে দিতে হবে।” এরপরই ঘটে চমকে দেওয়ার মতো ঘটনাটি৷ ওই সাংবাদিক দুম করে ওই ছাত্রী কাছে Umbrella বানান জানতে চান। এর উত্তরে প্রথমে নানা প্রতিক্রিয়া জানায় সে৷ এর পর যে জবাব এল তা শুনে সত্যিই ভিড়মি খাওয়ার জোগড়৷ 

ওই ছাত্রী কোন স্কুলে পড়ে জানা জায়নি৷ তবে তার ‘Umbrella’ বানানটি ভাইরাল৷ ওই ছাত্রীর কথায়, এই বানান হল, ‘Amrela’৷ এই বানান শোনার পর অনেকেই বলছেন, এতদিনে জানা গেল, ইংরেজিতে পাশ করিয়ে দেওয়ার আসল রহস্য। আবার অনেকে বলছেন যে Umbrella বানান জানে না, সে ইংরেজিতে পাশ করিয়ে দেওয়ার জন্য আন্দোলন তো করবেই। ওই পড়ুয়ার ‘আমরেলা’ ভিডিয়ো শোরগোল পড়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।