কৌশিকী অমাবস্যার দাপটে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

কৌশিকী অমাবস্যার দাপটে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

 

দিঘা: করোনার রক্তচক্ষুর দাপট কিছুটা কমতেই ইতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে দিঘা-মুখো হচ্ছেন পর্যটকেরা৷ তার ওপর সোমবার গভীর রাত থেকে দিঘায় শুরু হয়েছে ঝির ঝিরে বৃষ্টি৷ বাড়তি হিসেবে কৌশিকী অমাবস্যার প্রভাব৷ তারই জেরে মঙ্গলবার সকাল থেকে সৈকত নগরী দিঘা নতুন করে নয়া রূপে ধরা দিল পর্যটকদের কাছে৷

সকাল থেকেই দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে৷ ফুলে-ফেঁপে উঠেছে সমুদ্র। এদিন সকাল থেকে গার্ডওয়াল টপকে সমুদ্রের জল স্থলভাগে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। স্বভাবতই সতর্ক প্রশাসনও৷  ইতিমধ্যে পর্যটকরা যাতে উত্তাল সমুদ্রে না নামেন সেজন্য চলছে বিশেষ নজরদারি। সৈকত নগরী একাধিক বাজারে সমুদ্রে নোনা জল ঢুকতে শুরু করেছে। বিপদ এড়াতে ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলছে নজরদারি৷

দিঘা ও মোহনা থানার তরফে ঘন ঘন মাইকিং করে সর্তক করা হচ্ছে।পর্যটকদের সমুদ্রে স্নানে নামতে বারং করা হচ্ছে। সমুদ্র তটে রয়েছে পুলিশও৷ তবুও দিঘায় এসে জলোচ্ছ্বাস দেখব, আর সেই জলকে একটু হাতে ছুঁয়ে দেখব না? তা কি কখনও হয়!’ গোছের ভাবনা নিয়ে অবশ্য উত্তাল সমুদ্র তটে দেখা গিয়েছে একাংশ ‘বেয়াড়া’ পর্যটককে৷ কলকাতা থেকে দিঘায় বেড়াতে আসা প্রিয়া দত্ত বললেন, ‘‘পরিবারের সঙ্গে বেড়াতে এসেছি৷ দিঘার সমুদ্র যে এভাবে ধরা দেবে, তা কল্পনাও করতে পারিনি৷ খুব ভাল লাগছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *