আজ বিকেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার জেরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি শিক্ষক সেলের নেতা কৃষ্ণেন্দু পোদ্দার৷ শিক্ষকের উপর দুষ্কৃতীরা হামলার প্রতিবাদে আজ হাবড়া থানার মছলন্দপুরে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে হাঁটলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিছিলের নেতৃত্ব দেন বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস। বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে প্রায় ৫০০জন শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন। মিছিলের আগে কৃষ্ণন্দু বাবুর বাড়িতে দীপল বিশ্বাসের নেতৃত্বে বিজেপি শিক্ষক সেলের এক প্রতিনিধি দল কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে দেখা করেন। কৃষ্ণেন্দু বাবু জানান, PRT স্কেল নিয়ে আন্দোলন করার জন্যই মূলত তাঁর উপর এই আক্রমণ নেমে আসে।
বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস শিক্ষা মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘‘যে সরকার প্রাথমিক শিক্ষকদের ন্যায্য PRT স্কেলের দাবিকে দুষ্কৃতীদের দিয়ে আক্রমণ করে দমাতে চাইছে সেই সরকারকে আগামী লোকসভা ভোটে জনগণ ছুড়ে ফেলে দেবে।’’ তিনি আরও বলেন, ‘‘কৃষ্ণেন্দুবাবুর উপর আক্রমণকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে চরম সাজা দিতে হবে। তা না হলে বৃহৎ আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।’’
এদিনের প্রতিবাদ মিছিলে সামিল বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো-কনভেনার সব্যসাচী ঘোষ বলেন, ‘‘দুষ্কৃতীদের হাতে আক্রমণ করে সরকার আমাদের PRT স্কেলের দাবিকে দমাতে পারবে না। আমরা আমাদের ন্যায্য বেতন PRT স্কেল ছিনিয়ে নেবই।’’
এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি শিক্ষক সেলের বারাসত জেলার কনভেনার মনোজ বালা, বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ ও শান্তনু মণ্ডল৷