জিটিও বৈঠকে কড়া বার্তা মমতার

দার্জিলিং: আজ জিটিএ বৈঠকে দার্জিলিংয়ের রাস্তা সারাই নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷তিনদিনের সফরে এখন দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনদিন ধরে শহরের বিভিন্ন রাস্তায় হেঁটে তিনি তা পরিদর্শন করেন৷ আজও তিনি হাঁটতে হাঁটতে জিটিএ-র অফিস লালকুঠিতে যান৷ সেখানে জিটিএ প্রধান বিনয় তামাং ও সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের সব রাস্তা দ্রুত

4a95d4cc4fa8ac6776233a3c7a603127

জিটিও বৈঠকে কড়া বার্তা মমতার

দার্জিলিং: আজ জিটিএ বৈঠকে দার্জিলিংয়ের রাস্তা সারাই নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷তিনদিনের সফরে এখন দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনদিন ধরে শহরের বিভিন্ন রাস্তায় হেঁটে তিনি তা পরিদর্শন করেন৷ আজও তিনি হাঁটতে হাঁটতে জিটিএ-র অফিস লালকুঠিতে যান৷ সেখানে জিটিএ প্রধান বিনয় তামাং ও সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ের সব রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দেন৷ এছাড়া লালকুঠি সংস্কারের নির্দেশও দেন৷ পাশাপাশি শহরের পানীয় জলের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দেন তিনি৷ বিনয় তামাংকে বলেন টাকা কোনো সমস্যা হবে না৷ উন্নয়নে অর্থ কোনও বাধা হবে না৷ দার্জিলিং ও কার্শিয়াংয়ের সার্কিট হাউস ও অন্য টুরিস্ট লজের সংস্কার করারও নির্দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *