১৪০ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, প্রভাব গোটা দক্ষিণে!

১৪০ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, প্রভাব গোটা দক্ষিণে!

30b03d0450891c4d2ee2441bf1685fc5

কলকাতা: ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় আমফান৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া৷ বুধবার দক্ষিণ দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় সর্তকতা জারি হয়েছে৷ বুধবার থেকে ভারী অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে৷ এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ বুধবার বিকেলে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেস করবে৷ মঙ্গলবার রাজ্যের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আমফান বুধবার পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়াদ্বীপ এলাকায় অতিক্রম করবে৷ ঘূর্ণিঝড়টি দিঘা থেকে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল৷ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আপাতত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে৷

6fa80f0ef91c8d32b3fbb0d18b0a67cc

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে৷ দীঘা থেকে ১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়ের বলয়৷ আশা করা হচ্ছে, আগামী ১২ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ এটা আরও উত্তর দিকে এগিয়ে যাবে আগামী ২৪ ঘণ্টায়৷ এরপর ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করবে বাঁক নেবে৷ উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে৷ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যে দিয়ে অতিবাহিত হবে ঝড়৷ ২০ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে অতিবাহিত ঘূর্ণিঝড়৷ ১৯ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ আগামী ২০ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে৷ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির ভারী সম্ভাবনা৷ ২০ তারিখ এর তীব্রতা আরও বাড়বে৷ ২০ তারিখ সকালে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ও বিকেলের দিকে ১৪০ কিমি সর্বোচ্চ গতি থাকতে পারে৷’’

সঠিক খবর পেতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *