আজ রাত থেকে ফের ‘ধর্মঘট’, রবিবার থেকেই কি বাজারে দেখা দেবে আলুর সঙ্কট??

বাঁকুড়া: সরকারি হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বাজার মূল্য৷ আলুর দামও সামান্য কমেছে৷ কিন্তু, এবার বাজারে দেখা দিতে পারে আলুর সঙ্কট৷ কারণ কর্মবিরতির ডাক দিয়েছে আলু…

বাঁকুড়া: সরকারি হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বাজার মূল্য৷ আলুর দামও সামান্য কমেছে৷ কিন্তু, এবার বাজারে দেখা দিতে পারে আলুর সঙ্কট৷ কারণ কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। তাতেই বাড়ছে আশঙ্কা৷ তবে কি ফের রাজ্য জুড়ে তৈরি হবে আলুর সঙ্কট?

 

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অভিযোগ, ভিন রাজ্যে তো বটেই, ভিন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে৷ এর প্রতিবাদেই ফের কর্মবিরতির সিদ্ধান্ত। সমিতির রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আজ, অর্থাৎ শনিবার রাত থেকেই রাজ্যজুড়ে এই কর্মবিরতি শুরু হয়ে যাবে। যার জেরে ফের বাজারে তৈরি হতে পারে আলুর সঙ্কট৷

 

এর আগেও ধর্মঘটের পথে হেঁটেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি৷ ভিন  রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে ২০ জুলাই থেকে কর্মবিরতি শুরু করেছিল। টানা ৫ দিন সেই কর্মবিরতি চলে। সেই সময় আলুর সঙ্কট তৈরি হয়েছিল৷