ধর্মঘট রুখতে কড়া হুঁশিয়ারি পার্থর

কলকাতা: ধর্মঘট করে আমাদের প্রমাণ করতে হবে না আমরা সাম্প্রদায়িকতা ও বিজেপির বিরোধী। তাই কীভাবে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে হয়, তা তাদের শেখানোর প্রয়োজন নেই। আগামী ৮ ও ৯ তারিখের ধর্মঘটের বিরোধিতা প্রসঙ্গে এভাবেই সাফ জানিয়ে দিল তৃণমূল। কেন্দ্রের আর্থিক ও শ্রমনীতির বিরোধিতায় ধর্মঘট কোনও উপায় হতে পারে বলে তারা মনে করে

ধর্মঘট রুখতে কড়া হুঁশিয়ারি পার্থর

কলকাতা: ধর্মঘট করে আমাদের প্রমাণ করতে হবে না আমরা সাম্প্রদায়িকতা ও বিজেপির বিরোধী। তাই কীভাবে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে হয়, তা তাদের শেখানোর প্রয়োজন নেই। আগামী ৮ ও ৯ তারিখের ধর্মঘটের বিরোধিতা প্রসঙ্গে এভাবেই সাফ জানিয়ে দিল তৃণমূল। কেন্দ্রের আর্থিক ও শ্রমনীতির বিরোধিতায় ধর্মঘট কোনও উপায় হতে পারে বলে তারা মনে করে না। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ওই দু’দিন জনজীবন স্বাভাবিক রাখতে যেমন পদক্ষেপ করা হচ্ছে, তেমনই রাজনৈতিভাবে ধর্মঘটের কর্মনাশা সংস্কৃতির মোকাবিলায় তৎপর রয়েছে রাজ্যের শাসকদল।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের কাছে বিজেপি বিরোধিতার প্রধান মুখ। সাম্প্রদায়িকতা এবং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন মানুষকে সঙ্গে নিয়ে করতে হয়। তাই তৃণমূলকে ধর্মঘট করে বিজেপি বিরোধী অবস্থান প্রমাণ করতে হয় না। প্রায় সাড়ে তিন দশক জুড়ে বাংলার উন্নয়নে যারা নজর দেয়নি, শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্মঘটের মতো কর্মনাশা সংস্কৃতি যারা আমদানি করেছিল, তারা আজ রাজনৈতিকভাবে দেউলিয়া। সেটাকে আড়াল করতে সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 5 =