নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র, দিঘায় জারি কড়া সতর্কতা

নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র, দিঘায় জারি কড়া সতর্কতা

দিঘা: ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কতা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকার করা যাবে না৷ এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, জুনপুট একাধিক এলাকায় মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। সমস্ত ট্রলার বুধবার সন্ধ্যার আগেই ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দিঘা শঙ্করপুর একাধিক পর্যটন কেন্দ্র বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

মৎস্যজীবী সংগঠনের এক কর্মকর্তা বলেন, ” শঙ্করপুর, দিঘা ও  জুনপুটে বেশিরভাগ ট্রলার ফিরে এসেছে। ছোট যন্ত্র চালিতে নৌকা মাছ ধরতে বারণ করা হয়েছে৷’’ অতিরিক্ত জেলা মৎস্য অধিকর্তা সুরজিৎ বার্গ  বলেন, ” নিম্নচাপ মোকাবেলায় সব রকমের আগাম সর্তকতা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য জানানো হয়েছে। সতর্কতা হিসেবে মাইকিং করা হচ্ছে৷”

মঙ্গলবার বিকেলে দেশপ্রাণ ব্লকের ভোগপুর মৎস্যখুঁটি এলাকায় একটি যন্ত্র চালিত নৌকা নিয়ে ছ’জন মৎস্যজীবী মৎস্য শিকারে গিয়েছিলেন। নিম্নচাপের ফলে প্রবল জলোচ্ছাসে যন্ত্রচালিত নৌকাটি সমুদ্রে উলটে যায়। কোনরকমে নৌকাতে থাকা ছ’জন মৎসজীবী সাঁতার কেটে সমুদ্র পাড়ে ওঠেন৷ ওই ঘটনার পর এবিষয়ে আরও কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *