অসহায় বৃদ্ধ-বৃদ্ধার কল্যানে কড়া আইন, ‘কুসন্তান’দের হতে পারে শ্রীঘরে ঠাঁই!

কলকাতা: বৃদ্ধ বাবা-মা য়ের প্রতি অযত্ন কিংবা অবহেলা? কলকাতা পুলিশের নজরে এখন থেকে এর সবটাই শাস্তি যোগ্য অপরাধ৷ সন্তানদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সোজা শ্রীঘরে ঠাঁই৷ ৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে৷ পাশাপাশি অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা সম্পূর্ণ নিখরচায় আইনি লড়াইও লড়তে পারবেন৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে ২০০৭ সালে বয়স্কদের সুরক্ষা প্রদানের জন্য তৈরী এই আইন এখন

অসহায় বৃদ্ধ-বৃদ্ধার কল্যানে কড়া আইন, ‘কুসন্তান’দের হতে পারে শ্রীঘরে ঠাঁই!

কলকাতা:  বৃদ্ধ বাবা-মা য়ের প্রতি অযত্ন কিংবা অবহেলা? কলকাতা পুলিশের নজরে এখন থেকে এর সবটাই শাস্তি যোগ্য অপরাধ৷ সন্তানদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সোজা শ্রীঘরে ঠাঁই৷ ৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে৷ পাশাপাশি অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা সম্পূর্ণ নিখরচায় আইনি লড়াইও লড়তে পারবেন৷

কলকাতা পুলিশের পক্ষ থেকে ২০০৭ সালে বয়স্কদের সুরক্ষা প্রদানের জন্য তৈরী এই আইন এখন থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে৷ বিষয়টিকে গুরুত্ব বোঝাতে কলকাতা পুলিশ প্রশাসনের প্রতিটি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে বুধবার একটি বৈঠক করেন কমিউনিটি পুলিশ বিভাগের আধিকারিকরা৷ এক্ষেত্রে অসহায় বৃদ্ধ বা বৃদ্ধাদের প্রশাসনিক সাহায্য দিতে তৈরি হয়েছে একটি বিশেষ ফর্ম৷ এই ফর্ম পূরণ করে জমা দিলেই উপযুক্ত পদক্ষেপ নেবে প্রশাসন৷

বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ অআধিকারিকদের হাতে ওই বিশেষ ফর্ম তুলে দেওয়া হয়৷ এরপর যে আইনি পদক্ষেপ নেওয়া হবে তার জন্য আবেদনকারীর কোনও কোর্ট ফি এমনকি আইনজীবীর খরচ পর্যন্ত লাগবে না৷ আইন অনুযায়ী সৎ ছেলে-মেয়ে এমনকি সন্তান অনাবাসী ভারতীয় হলেও বৃদ্ধ মা-বাবার জন্য এই আইন একইভাবে প্রযোজ্য হবে৷ প্রশাসন সতর্ক করার পরেও কাজ না হলে, সেক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত মাসোহারা দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত৷

প্রসঙ্গত, সন্তানরা যে তাদের ভরণপোষণ দিতে বাধ্য এই বিষয়টা বহু বৃদ্ধ-বৃদ্ধার কাছেই অজানা৷ যারা জানেন, আইনি জটিলতা, আর্থিক পরিস্থিতির জন্য সাহস করে অভিযোগ জানাতে পারেননা৷ কলকাতা পুলিশের এই কড়া পদক্ষেপ অসহায় বৃদ্ধ মা-বাবাদের জন্য বিশেষ ভাবে সহায় হবে বলেই আশা করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =