ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নের, রুষ্ট বিরোধীরা

কলকাতা: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠনের দেশ জুড়ে ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটে রাজ্য যাতে সচল থাকে, সেজন্য প্রত্যাশিতভাবে নবান্ন কঠোর অবস্থান নিতে চলেছে। সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দু’দিন বাংলার জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে শুক্রবার বের

ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নের, রুষ্ট বিরোধীরা

কলকাতা: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন বাম ও ডানপন্থী শ্রমিক ও কর্মচারী সংগঠনের দেশ জুড়ে ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটে রাজ্য যাতে সচল থাকে, সেজন্য প্রত্যাশিতভাবে নবান্ন কঠোর অবস্থান নিতে চলেছে। সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দু’দিন বাংলার জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে শুক্রবার বের করা হয়েছে কড়া নির্দেশিকা। আর সরকারের এহেন মনোভাব বা উদ্যোগের তীব্র নিন্দা করে বিষয়টিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে নেমে পড়েছে বাম শিবির। এই প্রচারে তাদের মোদ্দা কথা একটাই— গোটা দেশে কোনও রাজ্য সরকার যখন কেন্দ্রের বিরুদ্ধে ডাকা এই ধর্মঘট ভাঙতে এভাবে আদাজল খেয়ে আসরে নামেনি, তখন বাংলায় মমতা উল্টো পথে হেঁটে প্রমাণ করলেন যে তিনি আসলে নরেন্দ্র মোদির অন্যতম দোসর। বিজেপি ও তৃণমূল যে একে অপরের পরিপূরক, সেব্যাপারে বাংলার মানুষ এবার আরও নিশ্চিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eight =