মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের

কলকাতা: ময়নাগুড়ি স্কুলে প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে এবার আরও সতর্ক হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর মাধ্যমিকে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের প্যাকেট আর রাখা হবে না বলে ঠিক করেছে তারা। ট্রেজারি বা থানা থেকে সরাসরিই তা পৌঁছে দেওয়া হবে পরীক্ষার হলে। সেখানেই পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রশ্নপত্রের সেই প্যাকেট খোলা হবে। পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার

মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের

কলকাতা: ময়নাগুড়ি স্কুলে প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে এবার আরও সতর্ক হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর মাধ্যমিকে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্রের প্যাকেট আর রাখা হবে না বলে ঠিক করেছে তারা। ট্রেজারি বা থানা থেকে সরাসরিই তা পৌঁছে দেওয়া হবে পরীক্ষার হলে। সেখানেই পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রশ্নপত্রের সেই প্যাকেট খোলা হবে। পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার প্রশ্নপত্র রাখার জন্য স্কুলভিত্তিক কোনও স্ট্রং রুম থাকছে না। পর্ষদই সরাসরি ক্লাসভিত্তিক প্রশ্নের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। শিক্ষামহলের মতে, প্রশ্নফাঁস ঠেকাতে স্কুল, প্রধান শিক্ষক বা ভেন্যু সুপারভাইজারদের ক্ষমতা খর্ব করে নিজেরাই বাড়তি দায়িত্ব কাঁধে নিচ্ছে পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =