ভোটারদের প্রভাবিত করছে বাহিনী? কড়া পদক্ষেপ কমিশনের

ভোটারদের প্রভাবিত করছে বাহিনী? কড়া পদক্ষেপ কমিশনের

কলকাতা: রাজ্যে সপ্তম এবং অষ্টম দফার বিধানসভা নির্বাচনে যথাক্রমে ২৮৪ এবং ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিক বৈঠকে বলেন, সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুরে ৩৯, মালদায় ৪৭, মুর্শিদাবাদে ৯২, কলকাতা দক্ষিনে ৪২ এবং পশ্চিম বর্ধমানের ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

অন্যদিকে অষ্টম দফায় মালদায় ৫৩, মুর্শিদাবাদে ৮৩, কলকাতা উত্তরে ৮১ এবং বীরভূমে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ গত ২৬ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত অলংকার সামগ্রী, বেআইনি মাদক ও নগদ অর্থ মিলিয়ে ২৯২ কোটি ৫৬ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

রাজ্যে পঞ্চম দফার নির্বাচন সহ বাকি দফাগুলিতে নির্বাচন যেন অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে৷ নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বাকি দফাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তর বারাসাতে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডার সঙ্গে একটি বৈঠক করেন৷ সেখানে তিনি কোনও ভোটারকে যেন কোনভাবেই প্রভাবিত না করা হয় সেদিকে নজর রাখার জন্য কমান্ডারদের নির্দেশ দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। বাহিনীকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের সেই ভাবেই কাজ করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। পাশাপাশি পর্যবেক্ষকদের যেন সব সময় ফোনে যোগাযোগ করা যায় সেই বিষয়ে সতর্ক হতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 1 =