কলকাতা: শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করতে পারবেন না৷ এ রাজ্যেও একই আইন চালু আছে৷সেই বাম আমল থেকে পদক্ষেপ শুরু করেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের রমরমা বন্ধ করা যায়নি৷ সরকারের একাধিক নির্দেশিকা অমান্য করেই চলছে আজও বহাল তবিয়তে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন স্কুল শিক্ষকদের একটা বড় অংশ৷
বেঙ্গল প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশ,পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,গৃহশিক্ষক কল্যাণ সমিতির মত একাধিক সংগঠনের প্রচেষ্টাও এক কথায় ব্যর্থ৷ তবে নতুন শিক্ষাবর্ষ থেকে এবিষয়ে কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ ১০জানুয়ারি ২০২০ থেকে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর৷ নির্দেশিকায় দুটি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে৷
প্রথমত, শিক্ষক-শিক্ষিকাদের নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ১১টা ৫ মিনিটের মধ্যে স্কুলে না এলে তাঁদের উপস্থিতির রেজিস্ট্ৰারে লাল কালির লাগ পরবে৷ একইসঙ্গে বিকেল সাড়ে ৪টের আগে শিক্ষক-শিক্ষিকারা স্কুল থেকে বেরোতে পারবেন না৷ দ্বিতীয়তঃ, শিক্ষক-শিক্ষিকাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনেই ক্লাসে পড়াতে হবে৷ রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত স্কুলগুলিতে প্রতিটি নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে৷
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে ইতিমধ্যেই বাঁকুড়া ও কোচবিহার জেলা সহ কয়েকটি জেলার স্কুল শিক্ষা পরিদর্শক (মাধ্যমিক) আবারও জেলার স্কুলগুলিতে চিঠি পাঠিয়েছেন৷ শিক্ষকদের ১০ জানুয়ারি ২০২০-র মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট জমা দিতে হবে যেখানে উল্লেখ থাকবে যে, তারা কোনভাবেই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত নয়৷