দু’মুঠো খাবার পেল পথশিশুরা, আজ বিকেল-থিয়েটার ফোরামের একটি উদ্যোগ

দু’মুঠো খাবার পেল পথশিশুরা, আজ বিকেল-থিয়েটার ফোরামের একটি উদ্যোগ

882160080c2ada2a72a89e6ba0e19af0

বনগাঁ: লকডাউনে সমাজসেবামূলক কাজের নজির গড়েছে উত্তর ২৪ পরগনার থিয়েটার ফোরাম৷ টানা ৭৫ দিন ধরে তারা পথশিশুদের খাবার দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। এবার তাদের পাশে দাঁড়াল ওয়েব পোর্টাল আজ বিকেল। ৬০টি দুঃস্থ পথশিশুর এক দুপুরের খাবারের দায়িত্ব থিয়েটার ফোরামের সঙ্গে ভাগ করে নিল আজ বিকেল ডট কম। 

লকডাউনের আগে যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন অভাব থাকলেও ওরা দুবেলা দুমুঠো যেমন করে হোক জুটিয়ে নিত। দিনের পর দিন মাসের পর মাস টানা লকডাউন ওদের সেই খাবার জোগাড়ের রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই অর্ধাহারে অনাহারেই দিন কাটানোর প্রস্তুতি নিচ্ছিল এই কচি কচি মুখগুলি। ওদের মুখে খাবার তুলে দেওয়ার দুশ্চিন্তায় ছিলেন ওদের মা বাবারাও। কিন্তু সেই বিপদ থেকে বাঁচাতে এতবড় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে থিয়েটার ফোরাম।

থিয়েটার ফোরামের এই প্রয়াসে পাশে এসে দাঁড়িয়েছে আজ বিকেল। পুষ্টিকর খাবার এবং শেষপাতে মিষ্টি। সব মিলিয়ে পেটভরার জমাটি আয়োজন থাকে খাবারের এই প্যাকেটগুলিতে। যাদের জন্য এই আয়োজন তারা কিন্তু বেশ খুশি। ছোটদের পেট ভর্তি থাকার আশ্বাসে খুশি বাড়ির বড়রাও। তারাই এসে খাবার সঙ্গে করে নিয়ে যান প্রতিদিন। লিস্ট ধরে দেওয়া হয় খাবার তাই হিসেবে কোনও ভুল থাকে না। কেউ মিস হলেই পড়ে খোঁজ। তার ভাগেরটা অন্য কেউ পায় না সচরাচর। তবে মাঝে্মাঝেই খাবার বেশি হয় উদ্যোক্তাদের। তখন খাবার ভাগ পায় বৃদ্ধ কিংবা অসহায় মানুষরা। 

একেই করোনার কোপ তার ওপর লকডাউনের বিপদ। এহেন জটিল পরিস্থিতিতে সমাজের সব শ্রেণির মানুষ নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য। থিয়েটার ফোরামের সঙ্গে আজ বিকেল মিলে এই কথাটাই সত্য বলে প্রমাণ করল। এই অসহায় শিশুগুলোর খাবারের ঠিকানা বলে দিতেই ঝলমল করে উঠল ওরা। বাড়ির লোকেরাও আশ্বস্ত হল কচিকাঁচাদের খুশিতে। আর যারা এই কর্মকাণ্ডের উদ্যোক্তা দিনের শেষে হাসিখুশি কচি মুখগুলো তাঁদেরও প্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *